প্রবীণ রাজনীতিবিদ,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (২৭ মে) রাত ১২টা ১০ মিনিটের সময় আম্বরখানাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। প্রবীণ রাজনীতিবিদ নুরুল আমিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদ ও সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার একজন ত্যাগী ও নিবেদিত মানুষ হারালাম।যার হাত ধরে উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত হয়ে আজকের এই অবস্থানে এসেছে। আমরা উনার আত্মার মাগফিরাত কামনা করছি। উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।