নগরীর পাঠানটুলায় গত ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় গুরুতর অগ্নিদগ্ধ হন গৃহকর্মী সাহেরা বেগম (৫০) । তিনি পাঠানটুলার সানরাইজ টাওয়ারের পাঁচতলার বাসিন্দা গোলাম কিবরিয়ার বাসায় কাজ করতেন।
শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিটে ওসয়ানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার পাঠানটুলা সানরাইজ টাওয়ার থেকে হঠাৎ প্রচণ্ড শব্দ শুনা যায়। ভবনটির পাঁচতলার একটি রান্নাঘরের জানালায় আগুনের শিখা দেখা যায়। এসময় স্থানীয়রা এসে বাসার গৃহকর্মীর শরীরে আগুন দেখতে পান। সাথে সাথে বাসার অন্যদের সহায়তায় আগুন নিভিয়ে দগ্ধ গৃহকর্মীকে হাসপাতালে প্রেরণ করেন তারা।