ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
গোল্ডেন স্টার ক্লাব কর্তৃক আয়োজিত ব্যতিক্রমধর্মী ঘুড়ি প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (৭ জানুয়ারি) দুপুর এক ঘটিকার সময় দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাও খেলার মাঠে ঘড়ি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজগাও বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মিফতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী আলাল হোসেন,ব্যবসায়ী ঝামিল আহমদ ও আখতারুজ্জামান স্বপন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গোল্ডেন স্টার ক্লাবের সভাপতি,দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাও বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক মিজানুল ইসলাম মিজান।
এতে প্রথম পুরস্কার প্রদান করেন প্রবাসী সাগর আহমদ রতন ৫ হাজার টাকার নগদ প্রাইজ মানি। দ্বিতীয় পুরস্কার প্রদান করেন রুজেল আহমেদ শাহ ও ফয়সাল আহমদ লজু ৩ হাজার টাকার নগদ প্রাইজ মানি।