বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Google search engine
Homeশীর্ষ সংবাদইজতেমা ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

ইজতেমা ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

আধুনিক ডেস্ক:

ইজতেমা নিয়ে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই উল্লেখ করে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

তিনি বলেন, ইজতেমায় নিয়ে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। এজন্য অনলাইনেও নজরদারি রাখা হয়েছে। ইজতেমার দুই পক্ষ নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এটা নিয়ে মুরুব্বিদের সাথে কথা বলা হয়েছে।

খুরশীদ হোসেন আরও বলেন, বিদেশি মেহমানদের নিয়ে গত বছর যে হেনস্থার ঘটনা ঘটেছিল, এবার নজর রাখা হচ্ছে এ বিষয়ে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেয়ার সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মহাপরিচালক।

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানে সুইপিং কাজের উদ্বোধন শেষে র‍্যাব কমান্ডার লে. কর্নেল মোস্তাক আহমদ জানান, এবার ইজতেমায় ত্রিমাত্রিক নিরাপত্তা দেবে র‍্যাব। বিশ্ব ইজতেমাকে ঘিরে স্থলপথ, জলপথ ও আকাশ পথে বিশেষ টহল থাকবে তাদের।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments