শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeসংবাদছাতকে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৩

ছাতকে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৩

ছাতক প্রতিনিধি:

ছাতকে গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় ৩ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে জেলার ছাতক উপজেলার বড়কাপন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার উখাইরগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ওসি আহমদ কবির। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ ভ্যান একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ছাড়া আহত দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments