আজ ১৬ই ডিসেম্বর বাঙ্গালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন, গৌরবের দিন। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও বিজয় অর্জনের ৫২ বছর।
সিলেট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দৈনিক আধুনিক কাগজ।
শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু ও সম্পাদক মঈন উদ্দিন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, রসমেলা ফুড প্রোডাক্টস’র ব্যাবস্থাপনা পরিচালক ফয়সল আহমদ, দৈনিক আধুনিক কাগজের অনলাইন ইনচার্জ এসএম সুজন, ম্যানেজমেন্ট ইনচার্জ মিঠু দাস জয়, মফস্বল সম্পাদক মেহেদী হাসান, মাল্টিমিডিয়া ইনচার্জ জয়ন্ত কুমার দাস ও সহকারি মাল্টিমিডিয়া ইনচার্জ সবুজ আহমদ।