শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeরাজনীতিকোনো ষড়যন্ত্র সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না: শফিক চৌধুরী

কোনো ষড়যন্ত্র সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না: শফিক চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

তিনি বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর এখন স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ চলমান রয়েছে। বঙ্গবন্ধুকন্যা দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।

৩নং অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর সুবাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফজ্জুল আলী মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ-সভাপতি সেলিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মখদ্দুস আলী, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য আনোয়ার আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য নরওয়িস আওয়ামী লীগের সভাপতি ছালিম চৌধুরী, কাউন্সিলর ফজর আলী, খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণি, সিলেট জেলা যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. সিতার মিয়া, মহানগর যুবলীগের সদস্য গোলাম আজম মঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিক আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুরহান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজ আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জমির আলী, সাবেক সভাপতি মহিবুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মানিক আলী, অধ্যাপক এম এ ওহাব, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আলী, ৭নং আওয়ামী লীগের সভাপতি তবারক আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাওসার আহমদ, শ্রমিকলীগের সভাপতি জমির আলী প্রমুখ।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments