দক্ষিণ সুরমা প্রতিনিধি
গত ২ অক্টোবর সৌদিআরবে এক রোড এক্সিডেন্টে নিহত হন মিজানুর রহমান (২২) নামের এক যুবক । তিনি দক্ষিণ সুরমার জালাল্পুরের মোকাম দোয়ার গ্রামের নূর আলীর ছেলে।
পিতা নূর আলী ছেলে মিজানুর রহমানকে জীবিকার তাগিদে প্রবাসে পাঠান ৬ থেকে ৭ মাস আগে সেখানে রোড এক্সিডেন্ট করে মৃত্যু বরণ করেন মিজান । সৌদি আরবে দীর্ঘ ২মাস থাকার পর আজ ৩০ নভেম্বর বিকেল ৫টায় লাশ বাংলাদেশে তার নিজ বাড়িতে আসে । মিজানুর রহমান এর বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোকাম দোয়ার গ্রামে ।
মিজানের লাশ বাড়িতে আসার পর পরিবার ও আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন । খবর পেয়ে এলাকার অনেকেই ছুটে আসেন মিজানের বাড়িতে । দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ জালালপুর ইউনিয়ন পরিষদের অনেক সদস্যবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন । সবাই মিজানুর রহমান এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।