জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ছিল “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জর্জ মিত্র চাকমা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসিন আহমেদ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওলিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী ও উপজেলা মৎস্য বিভাগের ডিপ্লোমা ইন্টার্ন মাসুম আহমদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম সৃষ্টি সময়ের দাবি। মাছের উৎপাদন বৃদ্ধি, জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
তারা আরও উল্লেখ করেন, সরকারের উদ্যোগে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


