শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগকে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন করেন।
শনিবার (১৬ই আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং পৃথক ব্যানার ব্যবহার করে কর্মসূচি পালনের অভিযোগে তাকে অব্যাহতি প্রদান করা হয়। একইসঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
পদ অব্যহতি দেওয়ার ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে একাধিকবার কল দিয়ে পাওয়া যায় নি।
এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ” সে পৃথক ব্যানারে দলীয় কর্মসূচি করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছে। এজন্য কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা এত বড় সংগঠনের একটি ইউনিটে পৃথকভাবে কর্মসূচী পালন অন্যান্যদের কাছে সংগঠনের প্রতি বিরুপ ধারণা তৈরি করে।
এবিষয়ে মো সোহাগ বলেন, তাদের সাথে অনেক রয়েছে যারা আগে ছাত্রলীগ করতো এজন্য আমরা পৃথক ব্যানারে দলীয় কার্যক্রম করেছি। এখন থেকে সবার সাথে একত্রে দলীয় কর্মসূচি করবো।


