জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার অন্যতম পর্যটন এলাকা ডিবির হাওর লাল শাপলা বিল সংলগ্ন খাস জমিতে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

উদ্বোধনী আয়োজনে খাস জমিতে সুপারী গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর সূচনা করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, ডিবির হাওর মৌজায় ১৩.৬৯ একর খাস জমিতে প্রায় ৬ হাজার সুপারী গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক (উপ-সচীব) সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) পদ্মসন সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারজানা আক্তার মিতা, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনীসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ, সারী বিট রেঞ্জ কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসক ও অতিথি বৃন্দ রোপিত চারাগুলোর স্থান ঘুরে দেখেন এবং সেগুলোর নিয়মিত পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তরুছায়া প্রকল্পের অন্যতম সমন্বয়ক ও সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির সামাজিক বনায়ন, গাছ পরিচর্যা এবং স্থানীয় জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে একাধিক প্রস্তাবনা উপস্থাপন করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক জানান, সিলেট জেলায় দুই লাখ বৃক্ষরোপণের উদ্যোগের অংশ হিসেবে জৈন্তাপুরে এ কর্মসূচী শুরু হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে প্রতি উপজেলায় ১০ হাজার করে ১ লাখ ৩০ হাজার চারা রোপণ সম্পন্ন হয়েছে এবং এই কর্মসূচি আরও সম্প্রসারিত হবে।
ডিবির হাওর ও লাল শাপলা বিলকে কেন্দ্র করে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথাও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, পর্যটকদের সুবিধার্থে এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, রেস্টরুম নির্মাণ ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।


