রবিবার, জুন ১৫, ২০২৫
Google search engine
Homeশীর্ষ সংবাদসিলেটে ঈদ-উল-আযহা উপলক্ষে হাইওয়ে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত

সিলেটে ঈদ-উল-আযহা উপলক্ষে হাইওয়ে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত

আধুনিক ডেস্ক:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ-সিলেট রেঞ্জ এবং সিলেট মহানগর ট্রাফিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি হাবিবুর রহমান খান।

আসন্ন ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের নিরাপত্তা, শৃঙ্খলা ও জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি হাবিবুর রহমান খান বলেন,আমরা সবাই জানি আগামী ৭ জুন পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। ঈদুল আযহা বাংলাদেশের মুসলমানদের একটি অন্যতম বড় ধর্মীয় উৎসব।

এ উপলক্ষ্যে দেশের কোটি কোটি মানুষ রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। এ ছাড়া পর্যটন নগরী সিলেটে বিভিন্ন জেলা থেকে মানুষ যাতায়াত করে থাকেন আননন্দ ভ্রমণ কিংবা নিজ নিজ আত্মীয়-স্বজনের সাথে ঈদ উদযাপনের জন্য।

নারির টানে ছু টে যান নিজ গন্তব্যস্থলে। এরকম একটি সময়ে জনসাধারণ যাতে নির্বিগ্নে/শান্তিতে এবং নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে আত্মীয়-স্বজনের সাথে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারেন সেজন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরোও বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষ যাতে আগুগঞ্জ থেকে সিলেট হয়ে জাফলং, সুনামগঞ্জসহ অন্যান্য স্থানে নিরাপদে, নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে এবং যানজটমুক্ত পরিবেশে যাতাযাত করতে পারেন সেটা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট রেঞ্জ এবং সিলেট বিভাগের পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সাথে এবং মাঠ পর্যায়ের সদস্যদের সাথে আলোচনা করা হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সম্পৃক্ত করে বিগত ঈদুল ফিতরের সময় যেভাবে নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল সেভাবেই আমরা ঈদুল আযহা উপলক্ষ্যেও সর্বত্র মানুষের নিরাপত্তা দিতে কাজ করে যাবো। সকল অফিসার ইনচার্জগন অত্যন্ত সুন্দরভাবে কিভাবে জেলা পুলিশের সাথে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ পরিবেশ তৈরি করা যায় এবং আগামী দিনগুলোতে জনসাধারণকে কিভাবে আনন্দ দায়কভাবে ঈদযাত্রা উপহার দেয়া যায় সেই কৌশলগত পরিকল্পনার বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়।

সভা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, আমরা আশা করি সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদে মানুষ নিরাপদে ও শান্তিতে গন্তব্যে পৌঁছাতে পারবে। এবং সবাই নির্বিঘ্নে কোরবানির গরু কেনাবেচা করতে পারবেন।
তিনি বলেন, একটা সুন্দর ঈদ উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।

সভায় আরও উপস্থিত ছিলেন এসএমপি সিলেটের ডিসি (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, সুনামগঞ্জ দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, হবিগঞ্জ মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক, হাইওয়ে পুলিশ সিলেট সার্কেলের এ এস পি মির্জা সাইজুদ্দিন, হবিগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, হবিগঞ্জ মাধবপুরের পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বাহুবল থানার ওসি মো. জাহিদুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ, নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান, গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ, ওসমানী নগরের ওসি মো. মোনায়েম মিয়া, মৌলভীবাজার থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন, বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী, ওসি দেওয়ান কউসিক আহমেদ, শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক, সাতগাঁও হাইওয়ে থানার ওসি মো. সাইফুর রহমান, সিলেট হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুর রশিদ সরকার, জয়কলস হাইওয়ে পুলিমের এস আই মো. নাজমুল হক, সাতগাঁও হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (অপারেশন) সুমন কুমার চৌধুরী, ঢাকা সিলেট মহাসড়কের সঞ্জয় চক্রবর্ত্তী, সিলেট রিজিওনের ইনচার্জ (নিরস্ত্র) শুভ রঞ্জন চাকমা প্রমুখ।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments