জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের ওপর বর্বর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তিনজন, যাদের মধ্যে রয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী এবং এক স্কুলছাত্রী। বর্তমানে আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামে লুৎফুর রহমানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে বসতঘরে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র লুট করে। বাধা দিতে গেলে হামলাকারীরা নারী ও শিক্ষার্থীদের মারধর করে।
আহতরা হলেন,মো. লুৎফুর রহমানের স্ত্রী আছিয়া বেগম (৪৯), মেয়ে ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী মনিরা আক্তার (১৬), এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাকেরা বেগম (১৪)।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জৈন্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।