জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাতের অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
শনিবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক কোম্পানির গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে নীল-সাদা রঙের একটি ভারতীয় ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করে। অভিযানের সময় আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে চোরাচালান চক্রের এক সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন,ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩), ফেনী সদর উপজেলার মিজানপাড়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে ওমর ফারুক (২২), এবং জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আশিকুল ইসলাম (২৫)।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ভারতীয় মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে তারা জড়িত। জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক একজনসহ মোট চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে আটক তিনজনকে আদালতে হাজির করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকা জৈন্তাপুরে চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।