রবিবার, জুন ১৫, ২০২৫
Google search engine
Homeসংবাদশাবিতে নিয়ম লঙ্ঘন করে ছাত্রদলের কর্মসূচি, প্রশাসনের শোকজ

শাবিতে নিয়ম লঙ্ঘন করে ছাত্রদলের কর্মসূচি, প্রশাসনের শোকজ

শোকজকে ‘জঘন্যতম কাজ’ বললেন ছাত্রদল নেতারা

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বারবার নিয়ম লঙ্ঘন করে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করে আসছে শাবিপ্রবি শাখা ছাত্রদল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শোকজ করলে, তা ‘জঘন্যতম কাজ’ বলে মন্তব্য করেছেন শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে রাহাত জামান বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়ের শিকার হয়েছি, হত্যার শিকার হয়েছি। আগামী ১৭ দিন যেন আর কোনো অন্যায়ের শিকার না হই—সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকব।”

এ ছাত্রদল নেতা বলেন, “আমাদের লজ্জা হওয়া উচিত যে প্রশাসন আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আমাদের ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং আমাদের শোকজ করার মতো জঘন্যতম কাজ করেছে। আমি প্রশাসনকে বলতে চাই আপনারা আমাদের প্রতি সহানুভূতিশীল হোন। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিন। যদি সাধারণ শিক্ষার্থীরা অনিরাপত্তায় ভোগে, তার দায় আপনাদের নিতে হবে।”

ছাত্রদল নেতা আরও বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং থাকবে। সেই কাজে আপনারা বাধা দেবেন না। তাহলে কি আমরা ধরে নেব আপনারা আরেকটি ফ্যাসিস্ট সংগঠনকে প্রাধান্য দিচ্ছেন? আমরা ৫ আগস্ট যেমন একটি ফ্যাসিস্ট সংগঠনকে বিতাড়িত করেছিলাম, প্রয়োজনে আবারও করব। রাজপথে রক্ত দিয়ে হলেও তাদের প্রতিহত করব।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ছায়ার তলে যারা রাজনীতি করেন, তাদের বলতে চাই বাংলার প্রতিটি জমিনে জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছে। আমাদের সাথে লাগতে আসবেন না। আমরা শান্ত প্রিয় সংগঠন, আমাদের সাথে লাগতে আসলে আবারো আমরা রাজপথে রক্ত দিয়ে প্রতিহত করব।

নিয়ম লঙ্ঘন করে কর্মসূচি পালন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোখলেছুর রহমান বলেন, “ছাত্রদল নিয়ম ভেঙে অনুমতি না নিয়ে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে। এজন্য আমরা তাদের শোকজ করেছি এবং তারা তার জবাবও দিয়েছে। কিন্তু এরপরও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ নিয়ে আমরা জরুরি বৈঠক ডেকেছি। সব কিছু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হবে।” নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া তো কোন কিছু করা সম্ভব না।

নিয়মের তোয়াক্কা না করে বার বার কর্মসূচি পালনের ব্যপারে উপ-উপাচার্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাউকে শোকজ করার পরও কর্মসূচি করা মানে তারা প্রশাসনকে চ্যালেঞ্জ দিচ্ছে। তবে অন্যান্য কাজ নিয়ে আমি ব্যস্ত থাকায় আজকের কর্মসূচি নিয়ে অবগত নই। প্রক্টর ও আমায় এখনো কিছু জানায় নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রয়েছেন। আমি জানিনা তিনি এ ব্যাপারে অবগত হয়েছেন কি না। আমি বিস্তারিত জেনে পরবর্তীতে জানাবো।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments