রবিবার, জুন ১৫, ২০২৫
Google search engine
Homeশিক্ষা'গাছের মতো দাঁড়িয়ে, দীর্ঘ’ কবিতার বই নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

‘গাছের মতো দাঁড়িয়ে, দীর্ঘ’ কবিতার বই নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আধুনিক ডেস্ক:

কবি সাইয়্যিদ মুজাদ্দিদের কবিতার বই ‘গাছের মতো দাঁড়িয়ে, দীর্ঘ’ নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১১ মে সন্ধ্যা ৬টায় চিন্তা ও ফিকিরের সংঘ ফকিরির আয়োজনে সিলেট নগরের গ্রন্থবিপণি বাতিঘরে ‘পাঠের পরে’ শিরোনামে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও গবেষক মোস্তাক আহমাদ দীন। এসময় তিনি বলে, প্রথা মেনেও সময়োত্তীর্ন কবিতা লেখা সম্ভব। জীবনান্দ-আল মাহমুদ তা দেখিয়েছেন। সাইয়্যিদ মুজাদ্দিদের কবিতা নিয়ে আমি আশাবাদী, তরুণ এই কবিকে আমার যথেষ্ট প্রতিশ্রুতিশীল মনে হয়েছে। তারুণ্যের উন্নাসিকতায় নিয়ম ভেঙে ঝুকিপূর্ন নানা অনুষজ্ঞ কবিতায় নিয়ে এসেছেন মুজাদ্দিদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও প্রাবন্ধিক মীনাক্ষি সাহা। মূল প্রবন্ধে তিনি বলেন, কবিতায় সত্যানুসন্ধান করেছেন সাইয়্যিদ মুজাদ্দিদ। তার কবিতায় যেমন আছে পৌরাণিক নানা উপাদান, একই সাথে আছে প্রেম-বিরহ। তার কবিতায় আত্মাকে চেনার আহবান আছে।
আবৃত্তি শিল্পী সুবর্ণ শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে সভামূখ্যের বক্তব্য দেন কবি মালেকুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও গবেষক সৈয়দ মবনু এবং ফকিরির মূখ্য সমন্বয়ক ওয়াহিদ রোকন। এ সময় উপস্থিত ছিলেন গল্পকার শেখ লুৎফর, ড. তুতিউর রহমান, সাংবাদিক নোমান বিন আরমান, লেখক জায়েদ আলী, নাট্যকার সুফি সুফিয়ান, সিলেটের ডাকের বিভাগীয় সম্পাদক ফায়যুর রহমান, গল্পকার মজিবুর রহমান, চিত্রশিল্পী নাওয়াজ মারজান, লেখক আনারুল ইসলাম, কবি হুসাইন ফাহিম, প্রাবন্ধিক হেলাল হামাম, আতিক হাসান মিল্টন, কবি সোলেমান রাসেল, নাট্যকর্মী ইন্দ্রিয় অপূর্ব, কবি শাখা সরদার, কবি গুলশান ইকারুস, লেখক মাহমুদুর রহমান, চত্বর সম্পাদক তাকি নাওয়াজ, সম্পাদক আব্দুল কাদির, মারওয়ান আহমদ, মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সাইয়্যিদ মুজাদ্দিদের প্রকাশিত বই থেকে কবিতা পাঠ করেন তাহরিম বখত ও জান্নাতুল ফেরদৌস।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments