জৈন্তাপুর প্রতিনিধি:
জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী”এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব পঁচিশের পিঠা উৎসবের আয়োজন করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের যৌথ বাস্তবায়নে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন পিঠার স্টল পরিদর্শন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিন, সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, উপজেলা তথ্য সেবা কার্মকর্তা তিষাণ আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ ছাত্রছাত্রীরা পিঠা উৎসবে অংশ নেন।