বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
Google search engine
Homeসংবাদমামলা-হামলার ভয়, দেশে আসতে ভয় পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী

মামলা-হামলার ভয়, দেশে আসতে ভয় পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী


কমলগঞ্জ প্রতিনিধি:
মামলা ও হামলার ভয়ে দেশে ফিরতে ভয় পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ, দেশের বাড়িতে মা-বাবার কাছে হুমকি, ধামকি প্রদান করা হচ্ছে।
এছাড়াও যুক্তরাজ্যে অবস্থান করেও মামলার আসামি হওয়ায় এখন তিনি আতঙ্কিত।
দেশে ফিরলে হামলার ভয় রয়েছে।

গত বছরের জুলাই ও পাঁচ আগষ্ট পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে বিগত আওয়ামীলীগ সরকারের ছাত্রলীগ, যুবলীগ ও কতিপয় পুলিশের হামলা ও আক্রমনে শত শত শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। সে সময়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলায় বর্তমানে অনেকেই কারাবরন করছেন।
কিন্তু ঐ সময়ে আব্দুল্লাহ আল মামুন দেশের বাইরে ব্যাক্তিজীবন নিয়ে ব্যাস্ত ছিলেন বলে জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন থেকে আমি রাজনীতির বাইরে। তবুও আমাকে অহেতুক মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে। আমার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।

জানা যায়, জেলা পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশন্ত্র হামলার ঘটনায় কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ ১৫০ জনকে আসামী করে মৌলভীবাজার থানায় মামলা দায়ের করা হয়।
তিনি অভিযোগ করেন, মামলা, হামলার ভয়ে আতঙ্কগ্রস্ত আছি এবং বর্তমানে দেশে ফেরা নিয়ে শংকিত ।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments