শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Google search engine
Homeসংবাদ১২ টি ক্যাটাগরিতে ‘সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান

১২ টি ক্যাটাগরিতে ‘সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান

আধুনিক কাগজ:

সিলেট জেলা স্বাস্থ্য বিভাগে ১২ টি ক্যাটাগরিতে ‘সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ শে ডিসেম্বর) সিলেট সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট বিভাগ ডা. মো. আনিসুর রহমান।

সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার- সিএস ডা. স্বপ্লীল সৌরভ রায়ের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।

সিলেট জেলা স্বাস্থ্য বিভাগে মোট ১২ টি ক্যাটাগরিতে সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ফেঞ্চুগঞ্জের ইউএইচএন্ডএফপিও ডা. মো. রাশেদুল হক-কে হাসপাতাল ব্যবস্থাপনা ক্যাটাগরিতে, বালাগঞ্জের ইউএইচএন্ডএফপিও ডা. হেপী দাশ-কে শুদ্ধাচার ক্যাটাগরিতে, ওসমানীনগরের ইউএইচএন্ডএফপিও ডা. মো. মঈনুল আহসান-কে ফিল্ড সার্ভিস ব্যবস্থাপনা ক্যাটাগরিতে, গোলাপগঞ্জের ইউএইচএন্ডএফপিও ডা. সুদর্শন সেন-কে হেলথ সিস্টেম স্টেন্থেনিং ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহমদ শাহরিয়ার-কে প্রশাসন ক্যাটাগরিতে, কানাইঘাটের মেডিকেল অফিসার ডা. রিয়াজ মাহমুদ তমাল-কে ফিল্ড সার্ভিস ক্যাটাগরিতে, ফেঞ্চুগঞ্জের সিনিয়র স্টাফ নার্স মোসা. শাহিনুর আক্তার, বালাগঞ্জের পরিসংখ্যানবিদ সুখলাম্ভর চন্দ্র নাথ, সিলেট সদরের এমটি ইপিআই মনিন্দ্র দেবনাথ, দক্ষিণ সুরমার স্বাস্থ্য সহকারী নাজমিন বেগম, বিয়ানীবাজারের ছোটদেশ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. মাহবুবুর রহমান, ও কোম্পানীগঞ্জের অফিস সহায়ক আহমদ আলী-কে শ্রেষ্ঠ কর্মীর পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত সবাইকে সম্মাননা সূচক একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেট প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি ডা. মো. আনিসুর রহমান বলেন, ‘এটি নিশ্চয়ই খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। এজন্য আমি সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী-কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই উদ্যোগ পুরস্কারপ্রাপ্ত সবাইকে দ্বিগুন উৎসাহ নিয়ে কাজ করতে সাহায্য করবে।’

এ সময় অনুষ্ঠানে সভাপতি ডা. মনিসর চৌধুরী ২০২৪ সালে বছর ব্যাপী আন্তরিকভাবে কাজ করার জন্য সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের সবাইকে ধন্যবাদ প্রদান করেন ও সামনে ও এই ধরনের উদ্যোগ চালু থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

এ সময় অনুষ্ঠানে সিলেট জেলার বক্ষব্যাধি হাসপাতাল, বক্ষব্যাধিক ক্লিনিক, কুষ্ঠ হাসপাতাল, খাদিমপাড়া হাসপাতাল এর তত্ববধায়ক, সিলেটের ১৩ টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার-আইসিটি, পরিসংখ্যানবিদ, এমটিইপিআই, এইচআই ইনচার্জসহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ব্র্যাক, হীড, আইসিডিডিআরবি এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments