বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
Google search engine
Homeশিক্ষাশাবিতে অর্থনীতি বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল

শাবিতে অর্থনীতি বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি আগামী তিন বছর বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।

আজ ২৪ নভেম্বর (রবিবার) সামাজিক বিজ্ঞান ভবনে সদ্য সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক জহির উদ্দিন আহমদ তার নিকট বিভাগের দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম অর্থনীতি বিভাগের সাথে দীর্ঘ সময়ের সখ্যতার কথা উল্লেখ্য করে বলেন, “অর্থনীতি বিভাগের সাথে আমার যাত্রা পারবারিক যাত্রার মতোই।আমি আজ এখানে প্রধান অতিথি হিসেবে আসিনি,এসেছি অর্থনীতি পরিবারের একজন সদস্য হিসেবে।অধ্যাপক জহীর উদ্দীন আহমদ একাধারে বেশকিছু গুরু দায়িত্ব সুক্ষ্মভাবে পালন করার মাধ্যমে তার সক্ষমতার প্রমাণ দিয়েছেন।” এছাড়াও তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতি অর্পিত দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করার আশা ব্যক্ত করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ফিজিক্যাল সাইন্স অনুষদের ডিন এবং ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক এবং অর্থনীতি বিভাগের সকল শিক্ষকবৃন্দ।

এসময় অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ সাবেক বিভাগীয় প্রধানের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা জানান।পাশাপাশি নতুন বিভাগীয় প্রধানের জন্য শুভকামনা জানিয়ে সকল কাজে পাশে থাকার আশ্বাস দেন।

একইদিনে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সাবেক বিভাগীয় প্রধানকে সম্মাননা স্মারক প্রধান করেন এবং নবনিযুক্ত প্রধানকে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments