বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Google search engine
Homeশীর্ষ সংবাদঅক্টোবরেই উদ্ধার কোটি টাকার চিনি: চোরাকারবারিদের গলারকাঁটা ওসমানীনগর পুলিশ

অক্টোবরেই উদ্ধার কোটি টাকার চিনি: চোরাকারবারিদের গলারকাঁটা ওসমানীনগর পুলিশ

জুবেল আহমেদ, ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটে বেপরোয়া হয়ে উঠেছে চিনি চোরাকারবারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও কোনভাবে থামানো যাচ্ছেনা অবৈধ ভারতীয় চিনি চোরাকারবারীদের। চিনি চোরাকারবারীদের নিরাপদ রোড হয়ে উঠেছে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশ। তবে এসব চোরাকারবারিদের পথের কাটাঁ হয়ে দাঁড়িয়েছে ওসমানীনগর থানা পুলিশ। গত ১ মাসে চিনি বোঝাই একের পর এক ট্রাক আসছে আর ফেঁসে যাচ্ছে পুলিশের জালে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ভারতীয় চিনি চোরাচালান করতে গিয়ে শুধু অক্টোবর মাসেই ওসমানীনগর থানা পুলিশ কোটি টাকার উপরে অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করেছে। একই সময় চিনি চোরাচালানের সাথে জড়িত, চিনির গাড়ী ছিনতাইয়ের চেষ্টা, চিনি ছাড়িয়ে নিতে ঘুষ প্রদানে অপচেষ্টা সহ এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ২০জনকে আটক করে পুলিশ।

পুলিশের বিভিন্ন অভিযানে গতকাল সোমবার পর্যন্ত ১২১২ বস্তায় ৯৫০৪০ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করেছে যার বাজার মূল্য ১ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময় চোরাচালানের পন্য বহনের কারণে ৫টি ট্রাক, ২টি মাইক্রোবাস ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সব ঘটনার জন্য সংশ্লিষ্ট আইনে ওসমানীনগর থানায় ৮টি মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রোববার বিকেলে উপজেলার তাজপুর বাজারে ২৮০ বস্তা বোঝাই ২০ লাখ টাকবার অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এর সাথে জড়িত থাকার অভিযোগে ৪জনকে আটক করে পুলিশ। গত ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে চিনি চোরাচালান নিয়ে যাওয়ার খবর পেয়ে উপজেলার ইলাশপুর নামক স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় সাড়ে ১১লক্ষ টাকার ১শ ৯৮বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২৮ অক্টোবর রাতে ট্রাকভর্তি চিনি চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার সামন থেকে ১৬ লক্ষ ৮০ হাজার টাকার ২শ’ ৮০ বস্তায় ১৪ হাজার কেজি অবৈধ ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করে পুলিশ। ২৭ অক্টোবর রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির গয়নাঘাট নামক স্থান থেকে সাড়ে ১১ লক্ষ টাকার ২০০ বস্তায় ৯ হাজার ৬শ কেজি অবৈধ ভারতীয় চিনিসহ জৈন্তাপুর উপজেলার পানিছড়া চা বাগান এলাকার নিরেশ দাসের পুত্র ট্রাক চালক সমিরন দাসকে (৩০) আটক করে পুলিশ। ২৪ অক্টোবর সকালে গ্রাম তলা (দাশপাড়া) এলাকার হালিমা ম্যানশনে গুদামে অভিযান চালিয়ে বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৩৫ হাজার টাকার ৬৭ বস্তায় ৩ হাজার ২১৬ কেজি চিনি সহ ১জনকে আটক করে পুলিশ। ১৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাদিপুর সেতুর সামনে থেকে স্থানীয় জনতার সহযোগিতায় ২০৫ বস্তায় ১০ হাজার ২শ’ ৫০ কেজি চিনিভর্তি ট্রাক, দুইটি মাইক্রোবাস,দুইটি মোটরসাইকেল ও সিলেট মহানগর বিএনপির দুই প্রভাবশালী নেতাসহ ৬ জনকে আটক করে পুলিশ। গত ৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজ এলাকা থেকে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ৬৮২ বস্তায় ৩৪ হাজার ১০০ কেজি চিনি আটক করে পুলিশ। এসময় চিনি ছিনতাইকালে পালিয়ে যাওয়ার সময় ১জনকে আটক করা হয়।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, চিনি চোরাচালানীদের বিরুদ্ধে ওসমানীনগর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম বলেন, পুলিশ চোরাকারবারীদের বিরুদ্ধে সার্বোক্ষণিক নজর রাখছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments