বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
Google search engine
Homeশীর্ষ সংবাদকোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জে আম্বিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে বতুমারা গ্রামে কালা মিয়ার স্ত্রী। শনিবার বেলা ১১টায় স্বামীর বাড়িতে সে মারা যায়।

নিহত গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির লোকজন বলছেন পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত আম্বিয়া বেগম বিজয়পাড়ুয়া গ্রামের মৃত্যু মাসুক মিয়ার মেয়ে।

থানা-পুলিশ জানান, এ ঘটনায় বাশির মিয়ার স্ত্রী লোকসান (২৩) ও সাচ্ছা মিয়ার স্ত্রী আয়শা বেগম (২৫)-কে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়েব আল মাহমুদ আদনান বলেন, প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব হয় বলে জানতে পেরেছি। নিহত আম্বিয়া বেগমের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে তার মৃত্যু রহস্যজনক। তিনি আরও জানান, সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে লাশ পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট আসলে বুঝা যাবে মৃত্যুর কারণে কি।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments