আধুনিক ডেস্ক:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সমগ্র বাংলাদেশের নতুন পরিচালনা পর্ষদের সদস্য মনোনীত হয়েছেন ঢাকা ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক যুবপ্রধান সারা দেশের কেন্দ্রীয় বোর্ডের সদস্য নির্বাচিত হলেন।
গত ২৭ অক্টোবর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রফিকুল ইসলামকে চেয়ারম্যান করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ১২ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়।
মোহাম্মদ আমিনুল ইসলাম আয়কর আইনজীবী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
তিনি রোটারি ইন্টারন্যাশনালের সাবেক এসিস্ট্যান্ট গভর্নর, নজরুল একাডেমি সিলেটের কোষাধ্যক্ষ ও জীবন সদস্য, বেকা সিলেট ইউনিটের নির্বাহী সদস্য, লায়ন্স আই হসপিটালের প্রতিষ্ঠাতা জীবন সদস্য, রোটারি সেন্টারের জীবন সদস্য এবং ক্লিন গ্রিন বাংলাদেশ-এর সিলেট ইউনিটের সমন্বয়ক।
রোটারিয়ান আমিন অর্পিত দায়িত্ব পালনে সব মহলের সহযোগিতা কামনা করেন ।