সোমবার, নভেম্বর ৪, ২০২৪
Google search engine
Homeশিক্ষাঅ্যাপ থেকেই মিলবে টিউশন

অ্যাপ থেকেই মিলবে টিউশন

শাবিপ্রবি প্রতিনিধি:

‘মিডিয়াকে না বলি, টিউশন পাওয়া সহজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিশন মুক্ত টিউশন অ্যাপ উদ্ভাবন করল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেলিম রানা।
বুধবার সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সংবাদ সম্মেলন কক্ষে এ উদ্ভাবনী অ্যাপস উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
মূলত টিউশন বাণিজ্য ভেঙ্গে শিক্ষার্থীদের স্বেচ্ছায় টিউশন ব্যবস্থা করে দিতে জনকল্যাণমূলক এ অ্যাপস্ উদ্ভাবন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অ্যাপসটির বৈশিষ্ট্য সম্পর্কে উপস্থাপনা নিয়ে আসেন অ্যাপসটির উদ্ভাবক পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সেলিম রানা। উদ্ভাবক বলেন, “অ্যাপসটি টিউশন কেন্দ্রিক যে ব্যবসা, সে ব্যবসা ভাঙ্গতে যুগান্তকারী ভূমিকা পালন করবে। অ্যাপস্ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা সেবা পেতে হলে প্রথমে তাদেরকে অ্যাপসে গিয়ে নাম, ফোন নাম্বার ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই অ্যাপসে বাংলাদেশের যেকোন জায়গা থেকে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। তবে সেবাটি আপাতত সিলেটে চালু করা হবে। এতে করে টিউটর চাওয়া শিক্ষার্থী বা অভিবাবক তাদের রিকুয়ারমেন্ট অনুযায়ী বিষয়ভিত্তিক বিষয়ের জন্য সেখানে আবেদন করতে পারবেন। সে আবেদনের নোটিফিকেশন রেজিস্ট্রেশন করা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিকট পৌঁছে যাবে। এতে টিউটর কোন ধরনের মিডিয়া ফি ছাড়াই অভিবাবকের সাথে যোগাযোগ করে টিউশন নিতে পারবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকারের সভাপতিত্বে ও নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের এই উদ্ভাবনকে সাধুবাদ জানাই। তাদের এ ধরনের যেকোন উদ্ভাবনমূলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশে থাকবে। আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা সামনে আরও ভালো ভালো ইনোভেটিভ অ্যাপস উদ্ভাবন করবে।”

এই অ্যাপসের পাশাপাশি শিক্ষার্থীদের পার্ট টাইম জবের অ্যাপসের ইনোভেশনের পরামর্শ দেন উপাচার্য।

বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, “আমি দীর্ঘদিন যাবৎ সিলেটে আছি। এখানকার টিউশন কেন্দ্রিক আমার অভিজ্ঞতা খুবই বিরক্তিকর। এখানে একজন শিক্ষার্থীকে মিডিয়া থেকে টিউশন নিতে হলে মোট টিউশনের ৬০ শতাংশ মিডিয়া দিতে হয়। আমাদের শিক্ষার্থীদের এই ইনোভেশনের মাধ্যমে এখন সে টিউশন কেন্দ্রিক সিন্ডিকেট ভেঙ্গে যাবে। এতে শিক্ষার্থীদের টিউশন কেন্দ্রিক ভোগান্তির লাঘব হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো ইকবাল হোসাইন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুরাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গ্রাহকরা অ্যাপসটি টিউশন অ্যাপ নামে গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে সার্চ করলেই পাবে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments