বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Google search engine
Homeশীর্ষ সংবাদওসমানীনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ওসমানীনগর প্রতিনিধি:

ওসমানীনগরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৪টি দোকানে ভোক্তা অধিকার আইনে ৭হাজার টাকা জারিমানা আদায় করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২ দিকে উপজেলার গোয়ালাবাজারে আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন। এসময় উপস্থিত ছিলেন, গোয়ালাবাজার ইউনিয়নের (সদস্য ) প্যানেল চেয়ারম্যান ও বাজার কমিটির সদস্য শাহ আলমগীর, বাজার সেক্রেটারী মনির আলী, উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা আরিফ রব্বানি ও এএসআই আব্দুর রহিম।

ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন জানান, ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রি করতে না পারে, সে জন্য বাজার মনিটরিং করে কয়েকটি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। বাজার মনিটরিংয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। বেশি দামে খাদ্য-পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments