সোমবার, নভেম্বর ৪, ২০২৪
Google search engine
Homeশিক্ষা১৪৬ দিন পর ক্লাসে ফিরল শাবিপ্রবির শিক্ষার্থীরা

১৪৬ দিন পর ক্লাসে ফিরল শাবিপ্রবির শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি:

শিক্ষকদের পেনশন স্কিম এবং ছাত্রদের আন্দোলন ও নানা সরকারি ছুটিতে দীর্ঘ ১৪৬ দিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর ক্লাসে ফিরেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) শিক্ষার্থীরা। এতে স্বস্তির পরিবেশ কাজ করছে শিক্ষার্থীদের মাঝে।
রবিবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে ক্লাস-পরীক্ষা চালু হওয়ার মাধ্যমে বহুদিন পর বিশ্ববিদ্যালয়ে পুরোদমে চালু হয়েছে একাডেমিক কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, এদিন সকাল থেকেই ক্যাপাসে ক্লাসে ফেরা শিক্ষার্থীদের বিচরণ শুরু হয়েছে। বিভিন্ন বিভাগের সকাল ৮টা থেকে ক্লাস শুরু হয়। আবার কিছু বিভাগে শুরুর দিনই টার্মটেস্ট পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া ক্লাস শুরুর প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

দীর্ঘদিন পর ক্লাসে ফেরা শিক্ষার্থীর ভাষ্য, “অনেকদিন পর আমরা সবাই একসঙ্গে হতে পারছি, বেশ ভালোই লাগছে। কতদিন পড়াশোনা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম। আবারও সেই ক্যাম্পাসের চিরচেনা রূপ ফিরে পেয়ে ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে সবসময় স্বাভাবিক পড়াশোনার পরিবেশ বজায় থাকুক, এতটুকুই আমাদের চাওয়া।”

এর আগে, গত ২৫ মে ঈদ-উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এরপর থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন; এরপর কোটাবিরোধী আন্দোলনের কারণে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ সবকিছু বন্ধ করে দেয় সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পরে ছাত্রীরা তাদের হলে উঠতে পারলেও ছাত্ররা ৮ অক্টোবর থেকে হলে উঠে। তবে হলে উঠলেও ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল দুর্গাপূজার জন্য। এতে সবমিলিয়ে ১৪৬ বন্ধের অস্থিরতা কাটিয়ে ক্লাসে ফিরে স্বস্তি প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments