বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Google search engine
Homeরাজনীতিময়মনসিংহ থেকে শাবিপ্রবি ছাত্রলীগের আরও দুই নেতা গ্রেফতার

ময়মনসিংহ থেকে শাবিপ্রবি ছাত্রলীগের আরও দুই নেতা গ্রেফতার

আধুনিক ডেস্ক:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান (২২) ও সাংগঠনিক সম্পাদক অমিত সাহা (২৮)। আশিক ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চিকনা মনোহর গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে এবং অমিত নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মন্তলা গ্রামের সুশীল সাহার ছেলে। গ্রেফতার হওয়া দুই ছাত্রলীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করা নাশকতা মামলার আসামী।

সিলেট র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বলেন, গ্রেফতার হওয়া আসামীদের সিলেটের কোতোয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments