শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeশিক্ষাশাবির নতুন ভিসি ডক্টর এ এম সরওয়ার

শাবির নতুন ভিসি ডক্টর এ এম সরওয়ার

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান তিনটি গুরুত্বপূর্ণ পদে অভিভাবক নিয়োগ দিল শিক্ষা মন্ত্রণালয়। এতে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এদিকে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে শাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

বুধবার রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোকছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়।

জানা যায়, শাবিপ্রবি নতুন উপাচার্য এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় “পলিমার কম্পোজিটস ইউজিং অ্যানিম্যাল ফাইবারস” শীর্ষক একটি প্রকল্প কাজ করছেন বলে জানা যায়। অন্যদিকে জার্মানের জর্জ-অগাস্ট-ইউনিভার্সিটির ফুল টাইম গবেষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে শাবিপ্রবির এ নতুন উপাচার্যের।

এদিকে শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম। তিনি এ বিশ্ববিদ্যালয়ের ১৯৯২ সালে গণিত বিভাগের প্রভাষক হিসেবে নিযুক্ত হন। ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মতাদর্শী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) শাবিপ্রবি শাখা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নতুন এ উপ-উপাচার্য।

অন্যদিকে শাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। তিনি ইতালির মিলান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। ২০০১ সাল থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক পদে যোগদান করে। তার গবেষণার আগ্রহের বিষয় হল শ্রম অধিকার, কর্মসংস্থান সম্পর্ক, লিঙ্গ সমস্যা, শিশু শ্রম, দুর্যোগ ব্যবস্থাপনা।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments