বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
Google search engine
Homeমৌলভীবাজারজমি নিয়ে বিরোধে শিক্ষানবিশ আইনজীবী খুন

জমি নিয়ে বিরোধে শিক্ষানবিশ আইনজীবী খুন

শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শিক্ষানবিশ আইনজীবি খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার সাড়ে ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তৈলিআব্দা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন রাকিব (৩০) ওই গ্রামের আজিম উদ্দিনে ছেলে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানাযায়, উপজেলার সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা এলাকার কোনাগাও গ্রামে খলিল মিয়া গং ও তেলিআবদা গ্রামের অজিম উদ্দিন গং এর সাথে ৪২ শতাংশ ধানি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য সালিসে সমাধান না হয়ে আদালতে মামলাও হয়।
এ অবস্থায় শুক্রবার সকালে আজিম উদ্দিনের তিন ছেলে ট্রাক্টর নিয়ে জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর এক পর্যায়ে আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিবের বুকে ছুলফি/ টেটো দিয়ে আঘাত করে। অপর ভাই হেলাল উদ্দিন ও রইছ উদ্দিন আহত হন।
আহতবস্থায় তাদের শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষনা করেন। হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর ভাই রইছ উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত রকিবের পিতা আজিম উদ্দিন জানান, একই গ্রামের রুপ তালুকদারের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে ৪২ শতক জমি ক্রয় করেন ভোগদখল করে আসছিলেন। এই জমির পূর্ব মালিক ছিলেন খলিল মিয়া গং। বিগত আরএস রেকর্ডে এই জমি চলে যায় খলিল মিয়া গংদের নামে। এ নিয়ে একাধিক সালিসে সমাধান না হলে তিনি মৌলভীবাজার দেওয়ানী আদালতে মামলা করেন।
তিনি জানান, তার ছেলে ইমাদ উদ্দিন রকিব সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে আইন শিক্ষায় অনার্স মাস্টার্স করে বার কাউন্সিলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
শ্রীমঙ্গল থানার ওসি মো. বিনয় ভূষণ রায় জানান, জমিসক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবি নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল আশ-পাশ এলাকায় পুলিশ মোতায়েন আছে। হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments