বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
Google search engine
Homeসংবাদভোক্তাদের উৎসাহিত করতে কাজ করছে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতি : চেম্বার...

ভোক্তাদের উৎসাহিত করতে কাজ করছে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতি : চেম্বার সভাপতি তাহমিন

আধুনিক ডেস্ক:

সিলেটের ঐতিহ্যবাহী মোবাইল ইলেকট্রনিক পণ্যের বিপণিকেন্দ্র করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদ উৎসব ২০২৪ এ দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভোক্তাদের উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি। দীর্ঘ ১৪ বছর যাবত তারা র‍্যাফেল ড্র করে আসছে যা সিলেটের অন্যান্য ব্যবসায়ীদের জন্য প্রেরণার।

তিনি আরও বলেন, করিম উল্লাহ মার্কেট দীর্ঘদিন ধরে সম্মানের সাথে তাদের ব্যবসাবাণিজ্য করে আসছে৷ ক্রেতাদের সাথে উক্ত প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের রয়েছে সুসম্পর্ক।

আজ (৬ জুলাই, শনিবার) দুপুর ২.০০ ঘটিকায় করিম উল্লাহ মার্কেটের ৬ষ্ঠ তলায় করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ‘ঈদ উৎসব ২০২৪’ র‍্যাফেল ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ঈদ উৎসব ২০২৪ এর সদস্য সচিব মকসুদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল অদুদ পাভেল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ, সিসিক কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাছুম, করিম উল্লাহ মার্কেট সত্ত্বাধিকারী জনাব ছানা উল্লাহ ফাহিম, কুদরত উল্লাহ ফায়ের, আতা উল্লাহ সাকের।

এছাড়াও করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি কাওছার আহমদ, আব্দুল কাইয়ুম, সহসভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক মোশাররফ চৌধুরী মিশু, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খাঁন, প্রচার সম্পাদক মুরাদুজজামান মুরাদ, সহপ্রচার সালাম আহমদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক জায়েদ আহমেদ, ক্রীড়া সম্পাদক তালহা আহমদ, করিম উল্লাহ মার্কেট ব্যবস্থাপক মোঃ জামাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মোটরসাইকেলসহ ৫০টিরও বেশি পুরষ্কার রয়েছে র‍্যাফেল ড্র তে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments