রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Google search engine
Homeসংবাদএমদাদ রহমানের উদ্যোগে মাসব্যাপী ত্রাণ বিতরণের উদ্বোধন

এমদাদ রহমানের উদ্যোগে মাসব্যাপী ত্রাণ বিতরণের উদ্বোধন

আধুনিক ডেস্ক

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭জুলাই ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমানের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে মাসব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার সন্ধ্যায় কাজীটুলা স্কোর জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে সুব্রত পুরকায়স্ত বলেন, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সেইসাথে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমানসহ আপনাদেরকে ধন্যবাদ জানাই। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠার পর থেকেই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। করোনাকালিন সময়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে ছিলো। সিলেটে ভয়াবহ বন্যায়ও তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা হয়েছে মানবতার সেবা আমরা মানুষের জন্য রাজনীতি করি। মানুষের এই দুর্ভোগে আমরা প্রত্যেকে দাঁড়ানো উচিত।


এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, শাবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান খলিল,কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, লন্ডন মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমদ জনি,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, শাবিপ্রবির ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল হক সৌমিক, যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সদস্য মেহরাজ ফাহমী, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, খাদিম নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, সমাজ সেবী আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সোহান দে প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০হাজার কেজি চাল, ২ হাজার কেজি ডাল, ২হাজার কেজি পেয়াজ ও ২ হাজার লিটার তেল।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments