স্টাফ রিপোর্টার:
সিলেটের চন্ডিপুল সংলগ্ন ধরাধরপুর গরুর হাটে দুষ্কৃতকারীদের হামলা ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
এসময় বাজারের ইজারাদার আমিন আলীকে হত্যার হুমকি দেওয়া হয়। শুক্রবার (১৪জুন) রাত ১১টায় ধরাধরপুর পশুর হাটে ঘটনাটি ঘটে।
এব্যাপারে সিলেট দক্ষিণ সুরমা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিরা হলেন, আসামি নুরুল (৫১), বদরুল (৫২), আব্বাস (৩৬), সুয়েব, মিনহাজ (৩২) সহ অজ্ঞাতনামা ২০-২৫জন।
অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টায় অভিযুক্ত নুরুল, বদরুল, আব্বাস, সুয়েব ও মিনহাজসহ ২০-২৫ জন মিলে পশুর হাটে হামলা চালায়।
এসময় হাটের ইজারাদার আমিন আলীর কাছে ৫লক্ষ টাকা চাদাদাবি করে। অন্যথায় তাকে হত্যার হুমকি দেয়।
আমিন আলী আধুনিক কাগজকে বলেন, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহসহ হামলা চালায়। এসময় তারা ক্যাশবাক্সসহ জমা রসিদ ছিনিয়ে নেয়।
তিনি বলেন, হামলায় ক্রেতা বিক্রেতারা আতংকিত হয়ে বাজার ত্যাগ করে।
তাছাড়া তারা ১০-১২টা গরুর বাধন খুলে দিলে গরুগুলো দিকবিদিক দৌড় দিলে গরুর মালিকেরাও পিছনে দৌড়াতে থাকেন।
আমিন আলী বলেন, আজ (শনিবার) এখনো পর্যন্ত হাট বন্ধ রয়েছে। জানমালের ভয়ে ধরাধরপুরের পশুর হাট বসেনি।
এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান আধুনিক কাগজকে বলেন, আমরা ঘটনাটি তদন্ত করতেছি।
নিরাপত্তার প্রশ্নে তিনি বলেন, আমাদের পুলিশ গতকালও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল, এখনো আছে।
তাছাড়া উনি নিজে থেকে আমাদেরকে নিরাপত্তাহীনতার ব্যাপারে কোন কথা বলেননি।