রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Google search engine
Homeসংবাদ‘স্বপ্ন ফাউন্ডেশনে’র ত্রাণ সামগ্রী বিতরণ

‘স্বপ্ন ফাউন্ডেশনে’র ত্রাণ সামগ্রী বিতরণ


দাতব্য সংস্থা স্বপ্ন ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘একমুঠো ভালোবাসা’ প্রজেক্টের আওতায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় ৫০টি পরিবারকে মুষ্টির চাল ও খাদ্যদ্রব্য প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার রানাপি ইউনিয়নের তহিপুর গ্রামে এ কার্যক্রম সম্পন্ন হয়।

খাদ্যদ্রব্যের প্রতিটি প্যাকেটে ছিল- ৫ কেজি চাউল, ১ লিটার সয়াবিন, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি মশুর ডাল ও ২ কেজি আলু।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের বাংলাদেশের দায়িত্বশীল হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সদস্য রোকন খান, ফিদা হাসান, উবায়দুল হক বাদল, রাসেল আহমদ ও তহিপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব পারভেজ আহমদ প্রমুখ।
স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের বিভিন্ন বাসা-বাড়িতে মুষ্টির চাউল সংগ্রহের পাত্র রেখে প্রতিমাসে মুষ্টির চাউল সংগ্রহ করা এবং তালিকা সংগ্রহ করে তা প্রয়োজনগ্রস্থ পরিবারসমূহের মধ্যে বিতরণ করার পদ্ধতি চালু করে দেশি-প্রবাসী ও বিদেশীদের সমন্বয়ে গঠিত এ ফাউন্ডেশন। ইতোমধ্যে ১১টি জায়গায় সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার ছিল তাদের একাদশ খাদ্যবিতরণ কর্মসূচি। বিজ্ঞপ্তিতে তারা এ কাজ চালিয়ে যেতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments