শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeসংবাদহবিগঞ্জে দায়িত্ব পালনকালে প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

হবিগঞ্জে দায়িত্ব পালনকালে প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনকালে মৃত্যু বরণ করেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

বুধবার (২৯ মে) দুপুরে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

মৃত মো. এমদাদুল হক হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক সদর উপজেলা পরিষদ নির্বাচনে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, আজ বুধবার সকাল ৮টা থেকে হবিগঞ্জের তিন উপজেলাসহ সিলেট বিভাগের ১০ উপজেলায় নির্বাচনের ভোটগ্রহণ চল

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments