শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeশীর্ষ সংবাদকোম্পানীগঞ্জে শাহীন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে শাহীন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের শাহীন আহমেদ হত্যা মামলার প্রধান আসামি মরম আলীকে (২৬) গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আজ রোববার (২১ এপ্রিল) ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মরম আলী কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের নিজগাওঁ (পূর্বপাড়া) গ্রামের মৃত জমির আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। তিনি জানান, আগামীকাল প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ঈদের দিন দিবাগত রাত পৌনে ৮টায় উপজেলার ইছাকলস নিজগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী শাহিন আহমেদ। তিনি ওই গ্রামের আলমাছ আলীর পুত্র।

এ ঘটনায় গত ১৫ এপ্রিল নিহতের ভাই শামীম আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নিজগাঁওয়ের মরম আলী, আনোয়ার হোসেন, শাহেদ আহমদ, জামাল মিয়াসহ ১০জনকে আসামি করা হয়।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments