আধুনিক ডেস্ক:
সিলেট সিটি করর্পোরেশন কর্তৃক দরগাগেইট এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজের প্রয়োজনে জালালাবাদ গ্যাসের বিদ্যমান বিতরণ গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তর ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে শনিবার (২৩ মার্চ) ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিকের চলমান ড্রেন নির্মাণ কাজের স্বার্থে জালালাবাদ গ্যাসের বিদ্যমান বিতরণ গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তর/রক্ষণাবেক্ষণের লক্ষ্যে আগামী ২৩ মার্চ শনিবার ভোর ০৫টা থেকে দুপুর ০১টা পর্যন্ত সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কারিগরি কারণে উল্লেখিত সময়সূচির হৃাস/বৃদ্ধি হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।