শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Google search engine
Homeশীর্ষ সংবাদফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান, জরিমানা আদায়

ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান, জরিমানা আদায়

আধুনিক ডেস্ক:

ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধভাবে ব্যবসা করায় উচ্ছেদ ও জরিমানা আদায় করেছে সিলেট সিটি কর্পোরেশন। প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খাঁন ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উচ্ছেদ ও জরিমানা করা হয়।

জানা যায়, লালাদিঘির পাড়ে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত জায়গায় পুনর্বসানের পর থেকে কঠোর ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানে পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দর, জেলরোড সহ আশেপাশের এলাকায় ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধ ভাবে ব্যবসা করে আসছে ভ্রাম্যমাণ অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ ও জরিমানা করা হয়।

এসময় বিভিন্ন দোকান মালিককে মোট নগদ ৩১ হাজার ৫ শ টাকা জরিমান আদায় করা হয়েছে এবং ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের আভিযানিক দল ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments