স্পোর্টস ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে ফিফা বিশ্বকাপের পরবর্তী আসর। সেই বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। মার্চের ফিফা উইন্ডোতে দুই লেগের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। ফিলিস্তিনের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা বাঙালী বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরীর খেলা নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু এই দুই ম্যাচের স্কোয়াডে নেই তিনি।ফিলিস্তিনের বিপক্ষে দুই লেগের বিশ্বকাপ বাচাহাই পর্বের খেলার দল ঘোষণা করেছে বাংলাদেশ। ছবি: ফেসবুক
ফিলিস্তিনের বিপক্ষে দুই লেগের বিশ্বকাপ বাচাহাই পর্বের খেলার দল ঘোষণা করেছে বাংলাদেশ।
আগামী মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ফিলিস্তিন। ২০২৬ ফিফা বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে আগামী ২২ ও ২৬ মার্চ দুই লেগের ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই দুই ম্যাচ সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দল। হাভিয়ের ক্যাবরেরার দলে ইংলিশ তারকা হামজা চৌধুরীর খেলার গুঞ্জন থাকলেও এই দুই ম্যাচে দলে নেই তিনি। দলে জায়গা পেয়েছেন দেশের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। আছেন শেখ জামালের গোলরক্ষক মিতুল মারমাও। তবে দলে আছে বেশ কিছু চমক। দলে বড় চমক বলতে শেখ মোরসালিনের না থাকাটাই। মূলত ইনজুরির কারণেই দলে নেই এই দেশের এই উঠতি তারকা। দলে নেই ফুলব্যাক তারিক কাজীও।