মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
Homeসংবাদপর্দা নামল মুরারিচাঁদ কলেজ...

পর্দা নামল মুরারিচাঁদ কলেজ বইমেলার

আধুনিক ডেস্ক:

সন্ধ্যা যখন ঘনিয়ে এলো তখনি মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি হাসনাত জাহান সুমনা’র সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হলো এমসি কলেজে অনুষ্ঠিত তিন দিনব্যাপি ৬ষ্ঠ বইমেলা। আবারো প্রতীক্ষা শুরু একটি বছরের। পরের বছর আবার বইমেলার সঙ্গে দেখা হবে লেখক-পাঠকের।

মুরারিচাঁদ (এম.সি) কলেজের ৩ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামল বৃহস্পতিবার। সন্ধ্যা ৬ টায় শেষ হয়েছে প্রাণের মেলা। গত তিনদিন মেলায় হয়েছে বই বিনিময়। সঙ্গে চলেছে মতের আদান-প্রদান, গান, কবিতা, নৃত্য, ডিবেট, পথনাটক, খাওয়া-দাওয়া, গল্প-আড্ডা এবং সেলফি। অনেকেই আবার এই বসন্তের আবহে মেলাতে ফিরে পেয়েছে অনেকদিন দেখা না হওয়া প্রিয় মানুষকে। অনেক কিছু নিয়ে এবার স্মৃতির মণিকোঠায় জায়গা করে নিয়েছে এমসি কলেজের এই বইমেলা।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে মুরারিচাঁদ কলেজের সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ কর্তৃক তিন দিনব্যাপী আয়োজিত বইমেলার সমাপনী পর্বে একজন নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোকেয়া বেগম একজন কন্ঠ মুক্তিযোদ্ধা। মুক্তি যুদ্ধ চলাকালীন সময়ে তিনি বাংলাদেশ বেতার, সিলেটে অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও বাহান্ন প্রশ্নে একুশ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা হয়।

এর আগে গত সোমবার সকাল ১১ টায় ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এমসি কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ (মুকপ) ৬ষ্ঠ বইমেলার আয়োজন করেন। শুরু থেকেই পাঠক-ক্রেতাদের পদচারণায় মুখর ছিল এম.সি কলেজ বইমেলা প্রাঙ্গণ। এবারের মেলায় বই বিক্রিতেও খুশি প্রকাশকরা।

লেখক-প্রকাশকরা নতুন নতুন বই নিয়ে হাজির হয়েছিলেন পাঠকের সামনে। শেষদিনে শেষ মুহূর্তে ছিল বই কেনার মহোৎসব। মেলার সময় ফুরিয়ে যাবার পরও স্টলগুলোতে ছিল পাঠকের ভিড়। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে অনেকে এসেছিলেন মেলায়। ঘরে ফেরার সময় হাতে করে নিয়ে গেছেন বইভর্তি ব্যাগ।

৩ দিনব্যাপী বইমেলার সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, রোবার স্কাউট দল, একদল ফিনিক্স, মেটোসুর, এম.সি কলেজ ছাত্রলীগ, মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটি, বিএনসিসি, একদল ফিনিক্স, মুক্তাক্ষর ইত্যাদি। শেষদিনে সংগঠনগুলোকে মুরারিচাঁদ কবিতা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

বইমেলার সমাপনী অনুষ্টানে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী, জনাব ফৌজিয়া আজিজ। মোহাম্মদ বিলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বইমেলায় আগত দর্শনার্থী এবং ছাত্র-ছাত্রীরা। ছাত্রলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন রাহী ও হাবিবুর রহমান হাবিব ।

সমাপনী বক্তব্যে সভাপতি হাসনাত জাহান সুমনা বলেন, মুরারিচাঁদ কবিতা পরিষদের পক্ষ থেকে একটাই দাবি মুরারিচাঁদ কলেজের সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়কে আরো গতিশীল করার জন্য এমসি ক্যাম্পাসে একটি মুক্তমঞ্চ বিশেষ প্রয়োজন। যার ফলে যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে আরো সহজলভ্য হয়ে উঠবে। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমরা দৃড় বিশ্বাস খুব দ্রুত প্রশাসন এই বিষয়ের উপর নজর দিবেন।

বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলো, এমসি কলেজ ছাত্রলীগের ‘একুশ’, পাপড়ি, নির্বাচিত সিলেট, জসীম বুকস্ হাউস, দোআঁশ, প্রথমা (বন্ধুসভা), আদিবা লাইব্রেরী, সিলেট প্রকাশন, চৈতন্য, সরলতা, নাজমা বুক ডিপো, মারুফ লাইব্রেরী, সিলেটী বইপোকা, গাঙুড় প্রকাশনী এবং জাগরণের স্টল ছিলো।

মুকপের সাবেকদের মধ্যে উপস্থিত ছিলেন কবি অসীম সরকার, লক্ষণ রায়, সজল মালাকার, মহসিন আলম, এনামুল ইমাম, নির্মল দেব। আরো উপস্থিত ছিলেন মুকপের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

spot_img

Most Popular

আরও পড়ুন

ঐতিহাসিক রায়, জনগণকে সংযত থাকার আহ্বান জানাল সরকার

আধুনিক ডেস্ক :: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী...

‘শেখ হাসিনাকে খুনি আসামি হিসেবে ভারতকে ফেরত দিতে হবে’

আধুনিক ডেস্ক :: শেখ হাসিনার রায়কে বাংলাদেশের ইতিহাসে মাইলফলক বলে মন্তব্য করেছেন...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

আধুনিক ডেস্ক :: জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী...

হবিগঞ্জে মাকে হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া ছেলেকে ২০ বছর পর গ্রেপ্তার

আধুনিক ডেস্ক :: হবিগঞ্জের নবীগঞ্জে এক নারীকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত...

spot_img

পড়ুন

ঐতিহাসিক রায়, জনগণকে সংযত থাকার আহ্বান জানাল সরকার

আধুনিক ডেস্ক :: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো...

‘শেখ হাসিনাকে খুনি আসামি হিসেবে ভারতকে ফেরত দিতে হবে’

আধুনিক ডেস্ক :: শেখ হাসিনার রায়কে বাংলাদেশের ইতিহাসে মাইলফলক বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশব্যাপী ফ্যাসিবাদী আওয়ামী নৈরাজ্য-নাশকতা, জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

আধুনিক ডেস্ক :: জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনটি অপরাধের পৃথক অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরও দুইটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন...

হবিগঞ্জে মাকে হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া ছেলেকে ২০ বছর পর গ্রেপ্তার

আধুনিক ডেস্ক :: হবিগঞ্জের নবীগঞ্জে এক নারীকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছেলেকে ২০ বছর পর সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফজল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা। র‍্যাব সূত্রে জানা গেছে, ২০০৫...

মদিনার কাছে দুর্ঘটনার কবলে ভারতীয় ওমরাহযাত্রী বহনকারী বাস, নিহত ৪৫

আধুনিক ডেস্ক :: সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটিতে থাকা ৪৫ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে মুফরিহাত এলাকার...

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার এলাকায় একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ থানা সদর রোডে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন...

ভিসা নিয়ে ব্রিটিশ হাইক‌মিশনের সতর্কবার্তা

আধুনিক ডেস্ক :: যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয় বলে জানানো হয়েছে। ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন রোববার নিজেদের ফেসবুক পেজে এক সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইটিএ কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয়। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যারা...

শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর: নির্বাচনের তফসিল ঘোষণা

শাবি প্রতিনিধি: দীর্ঘ ২৭ বছর পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর (বুধবার ) অনুষ্ঠিত হবে। আজ রবিবার ( ১৬ নভেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে শাকসু নির্বাচন ২০২৫-এর...

যুক্তরাজ্যে স্থায়ী হতে শরণার্থীদের অপেক্ষা করতে হবে ২০ বছর

আধুনিক ডেস্ক ::যুক্তরাজ্যের সরকার তাদের শরণার্থী নীতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এটি কার্যকর হলে দেশটিতে আশ্রয় নেওয়ার ২০ বছরের আগে স্থায়ীভাবে বসবাসের আবেদন করা যাবে না। সোমবার এই পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বর্তমান নীতি অনুযায়ী, কেউ শরণার্থী হিসেবে থাকতে পারেন ৫...

সুনামগঞ্জ-৫ মনোনয়ন বঞ্চিত মিজানুর রহমানের সমাবেশ, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের

ছাতক প্রতিনিধিঃ ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ভোটার ও নেতাকর্মীদের নিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে শক্তি প্রদর্শনমূলক এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এই সমাবেশের নেতৃত্ব দেন। রোববার বিকাল সাড়ে ৪টায়...

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান: তিনজনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড, পাথরবোঝাই ট্রাক জব্দ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে মাদক ব্যবসা, মাদক সেবন এবং অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া। একই সঙ্গে শাহ আরফিন...

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি আরোহীবাহী নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

আধুনিক ডেস্ক :: লিবিয়া উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। লিবীয় রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল–খুমসের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে আসা ২৬...