বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
Google search engine
Homeবিশ্বশনিবার দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে পিটিআই

শনিবার দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে পিটিআই

আধুনিক ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শনিবার দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ‘নজিরবিহীন, ব্যাপক এবং নির্লজ্জ কারচুপির’ বিরুদ্ধে দলটির এ বিক্ষোভ।

এক্স হ্যান্ডলে এক পোস্টে পিটিআই দাবি করে, তারা জাতীয় পরিষদে ১৮০টি আসনে জয় পেয়েছে। পার্লামেন্টে তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্ধেকে নেমে এসেছে।

দলের নেতা হাম্মাদ আজহার বলেন, দুপুর ২টায় বিক্ষোভ হবে। তবে পিটিআই দুপুর ১২টায় বিক্ষোভের সময় নির্ধারণ করেছে।

এদিকে সরকার গঠন নিয়ে সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার জানান, পিএমএল-এন ও পিপির মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা হয়েছে। সমন্বয় কমিটির বৈঠকে সরকার গঠনের বিষয়ে অগ্রগতি হয়েছে।

এক্সে এক পোস্টে পিএমএল-এন নেতা বলেন, সপ্তাহ শেষে সমন্বয় কমিটির তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।

পিএমএল-এনের পক্ষে দার, সরদার আয়াজ সাদিক, সিনেটর আজম নাজির তারার ও মালিক মোহাম্মদ আহমেদ খান এবং পিপিপির পক্ষে মুরাদ আলি শাহ, কামার জামান কাইরা সাইদ ঘানি ও নাদিম আফজাল চান বৈঠকে অংশ নেন।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments