শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeবিনোদনঅমিতাভ কী ঘৃণা করেন, জানালেন তার নাতনি

অমিতাভ কী ঘৃণা করেন, জানালেন তার নাতনি

বিনোদন ডেস্কঃ

বলিউড বিগবি অমিতাভ বচ্চন কী ঘৃণা করেন, তা জানালেন অভিনেতার মেয়ের ঘরের নাতনি।

নিজের পডকাস্ট শোতে নানার বিষয়ে সেই তথ্য ফাঁস করলেন শ্বেতা নন্দার মেয়ে নভ্যা নভেলি নন্দা।
তিনি জানালেন, বাড়ির মেয়েদের ছোট চুল একেবারেই পছন্দ করেন না তার নানা অমিতাভ বচ্চন।

ওই পডকাস্টে অমিতাভকন্যা শ্বেতাকে বলতে শোনা যায়, যৌবনে প্রায়শই চুল ছোট করতেন তিনি। তবে এতে তার বাবা মানে অমিতাভের অসম্মতি ছিল।

এ সময় নভ্যা চিৎকার করে বলে ওঠেন, “নানা এটা পছন্দ করেন না। তিনি এটাকে ঘৃণা করেন। এমনকি যখন আমি আমার চুল কাটতাম, সবসময় তিনি বলতেন, ‘তুমি এটা কেন করলে?’ উনি এটা ঘৃণা করেন। তিনি লম্বা চুল পছন্দ করেন। আমাদের কেউ চুল কাটলেই তিনি এটা পছন্দ করেন না। ”

চুল নিয়ে কথা উঠতেই ভাই অভিষেকের সঙ্গে লড়াই মনে পড়ে যায় শ্বেতা বচ্চনের। জানান কীভাবে একবার তার চুল মাথার মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে দিয়েছিলেন জুনিয়ার বচ্চন। নভ্যাই তোলেন সেই প্রসঙ্গ।

বলেন, ‘মামা একবার তোমার চুল ছিঁড়ে নিয়েছিল না?’ জবাবে শ্বেতা বলেন, ‘ছিঁড়ে নিয়েছিল বলা ঠিক হবে না, কেটে দিয়েছিল’।

এরপর বিস্তারে বলেন সেদিনের ঘটনা। তাকে বলতে শোনা যায়, ‘মা-বাবা বাড়ি ছিল না। কিছু নিয়ে আমাদের মধ্যে তর্ক হয়। ওর হাতে কোথা থেকে একটা কাঁচি আসে। সেটা দিয়ে আমার মাথার মাঝখান থেকে চুল কেটে দিয়েছিল। ’

দাদা-দাদি ও মামা-মামীর মতো অভিনয় জগতে ক্যারিয়ার গড়তে চান না বচ্চনকন্যা শ্বেতা নন্দার মেয়ে নভ্যা নভেলি নন্দা। বড় ব্যবসায়ী হওয়াই তার লক্ষ্য। পাশাপাশি নানা ধরনের সামাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত তিনি।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments