বিনোদন ডেস্কঃ
ঢাকায় একটি সংগীতানুষ্ঠানে পারর্ফমরে জন্য আসতে যাচ্ছনে বলউিডরে আলোচতি ও জনপ্রয়ি সংগীতশল্পি র্যাপার বাদশাহ। বুধবার (১৪ ফব্রেুয়ার)ি বকিলেে সামাজকি যোগাযোগমাধ্যম ফসেবুক পজেে একটি পোস্টে বষিয়টি জানয়িছেে মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতষ্ঠিান টকেনো।
আগামী ১ র্মাচ ইন্টারন্যাশনাল কনভনেশন সটিি বসুন্ধরায় (আইসসিবি এক্সপো জোন) এক মিউজিক ফেস্টেরে আয়োজন করছেে মোবাইল ফোন প্রতষ্ঠিান টকেনো। সখোনইে শ্রোতাদরে গান শোনাবনে বলউিড বাদশাহ। বাদশাহর সঙ্গে আরও পারর্ফম করবে ফুয়াদ অ্যান্ড ফ্রন্ডেস, প্রীতম হাসান, জফোর, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।
প্রসঙ্গত, বাদশার আসল নাম আদত্যি প্রতীক সংি সসিোডযি়া। তবে তনিি মঞ্চে বাদশাহ নামইে পরচিতি। এই শল্পিী একাধারে হন্দি,ি হরযি়ানি ও পাঞ্জাবী গানরে জন্য বখ্যিাত।
বাদশা ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সংিয়রে সঙ্গে তার ব্যান্ড মাফযি়া মান্দীর-এ তার সংগীত জীবন শুরু করনে। পরে ২০১২ সালে হানি সংি থকেে আলাদা হয়ে তার স্বতন্ত্র হরযি়ানি গান কার গায়ি চুল মুক্তি দনে, যা পরে ২০১৬ সালরে বলউিডরে কাপুর অ্যান্ড সন্স চলচ্চত্রিে ব্যবহার করা হয়।