আধুনিক ডেস্ক:
সারা দেশে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পেয়ারার সুবাস’। ৯২ মিনিটের এ সিনেমা প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি. ও সহ-প্রযোজনায় চরকি। পেয়ারার সুবাস সিনেমায় আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান, সুষমা, দিহান, নূর ইমরান মিঠুসহ আরও অনেকে।
পেয়ারার সুবাস ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে আহমেদ রুবেল অভিনীত সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’।
উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। তার জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ট্রিবিউট ফিল্ম প্রিয় সত্যজিৎ পরিচালনা করেছেন প্রসূন রহমান। এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এ সিনেমার মধ্য দিয়ে আরও একবার বড় পর্দায় দেখা মিলবে গুণী অভিনেতা আহমেদ রুবেলের।
সারাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পেয়ারার সুবাস’। সিনেমা হলগুলো হলো স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল, এস.কে এস টাওয়ার, সীমান্ত সম্ভার, সনি স্কোয়ার, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বালি আর্কেড, চট্রগ্রাম), বঙ্গবন্ধু শেখ মুজিব হাই টেক পার্ক, রাজশাহী ব্লকবাস্টার সিনেমাস-যমুনা ফিউচার পার্ক, লায়নস সিনেমাস (জিনজিরা), সিলভার স্ক্রীন (চট্রগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), শ্যামলী সিনেমা (ঢাকা), মমো-ইন (বগুড়া), ম্যাজিক মুভি থিয়েটার ফ্যান্টাসী পার্ক (দিয়াবাড়ী), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), গুলশান সিনেপ্লেক্স (নারায়ণগঞ্জ), মধুমিতা সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার), সুগন্ধা (চট্রগ্রাম), শঙ্খ সিনেমা (খুলনা), শাপলা সিনেমা (রংপুর), ছায়াবাণী সিনেমা (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), মর্ডান সিনেমা (দিনাজপুর), লিবার্টি সিনেমা (খুলনা) এবং স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া)।