সোমবার, নভেম্বর ৪, ২০২৪
Google search engine
Homeসংবাদসুনামগঞ্জে কোটি টাকার অবৈধ পেঁয়াজসহ গ্রেপ্তার ৮

সুনামগঞ্জে কোটি টাকার অবৈধ পেঁয়াজসহ গ্রেপ্তার ৮

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। যার বাজার মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ৬টি ট্রাক ও ১টি পিকআপে করে মোট ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ পাচারের সংবাদ পায় পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

পরে সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতু দিয়ে এই সব পেঁয়াজ বিভিন্ন জেলায় যাওয়ার পথে ট্রাকসহ পেঁয়াজ আটক করে পুলিশ। একই সময়ে পাচার কাজে জড়িত থাকায় ৮ জনকে গ্রেপ্তার পুলিশ।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ চৌধুরী জানান, সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আসা ভারতীয় পেঁয়াজসহ গ্রেপ্তার ৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments