স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা ৫ হারের পর সর্বশেষ ৪ ম্যাচের মধ্যে তিনটিই জিতল সিলেট স্ট্রাইকার্স। আজ শুক্রবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এটা ৯ ম্যাচে সিলেটের তৃতীয় জয়, আর ৭ ম্যাচে খুলনার তৃতীয় হার। টানা ৪ জয়ের পর টানা ৩ ম্যাচে হারল এনামুল হক বিজয়ের দল।
এই ম্যাচ বিদেশিদের কাছে হার মানলেন দেশিরা। অধিনায়ক এনামুল হক (৫৮ বলে ৬৭), হাবিবুর রহমান সোহান (৩০ বলে ৪৩) ও আফিফ হোসেনের (১৬ বলে ২৪) ব্যাটে ভর দিয়ে লড়াই করার মতো পুঁজি পায় খুলনা। যদিও আইরিশ খেলোয়াড় হ্যারি টেক্টর ও বার্লের দুর্দান্ত ব্যাটিংয়ে খুলনার সব প্রতিরোধ ভেঙে পড়ে। টেক্টর ৫২ বলে ৬১ ও বার্ল ১৬ বলে ৩২ রান করেন।
এছাড়া সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিথুন করেন ১৮ বলে ২৪ রান। শেষ ১২ বলে সিলেটের প্রয়োজন ছিল ১৯ রান। হাতে ৫ উইকেট। রুবেল হোসেন করলেন ১৯তম ওভার। ওই এক ওভারেই খেলা শেষ করে দিলেন জিম্বাবুইয়ান হার্ডহিটার রায়ান বার্ল। তিনি ৫ বল খেলে নিয়েছেন ২৩ রান, আরিফুল হক ১ বল খেলে নেন ১ রান। খুলনার ১৫৩ রানের জবাবে ১৯ ওভারশেষে সিলেটের স্কোরবোর্ডে ১৫৯/৩।
টানা তিন হারে বিপদের মুখে পড়তে পারে খুলনা। শীর্ষস্থান থেকে এখন তারা নেমে গেছে চতুর্থ স্থানে (৭ ম্যাচে ৮ পয়েন্ট)। আর সিলেট রয়েছে ষষ্ঠ স্থানে (৯ ম্যাচে ৬ পয়েন্ট)।