আধুনিক রিপোর্ট:
সিলেটের মোগলাবাজারে ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারসহ ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ৩ টার দিকে মোগলাবাজার থানার রাঘবপুর, উত্তরপাড়া এলাকার মুছব্বির মিয়ার ছেলে সেহান আহমদ (১৯) হুমায়ুন রশিদ চত্ত্বর হতে একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গাড়ীটি রয়েল সিটি আবাসিক এলাকায় পৌঁছালে ড্রাইভার আবজল আলী রাজু ও যাত্রী তারেকুর রহমান তানভির ধারালো চাকুর ভয় দেখিয়ে সেহান আহমদ এর কাছে থাকা ১টি চড়পড় ঢ২ মোবাইল সেট ছিনতাই করে এবং ধারালো ছুরি দিয়ে আঘাত করতে চাইলে তিনি তা প্রতিহত করার চেষ্টা করেন। এসময় তার বাম হাতের তর্জনি ও মধ্যমা আঙ্গুলে কাঁটা রক্তাক্ত গুরুতর জখম করে গাড়ী থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছিনতাইকারীরা।
পরবর্তীতে সেহান আহমদ মোগলাবাজার থানার এসআই কৌশিক সরকারকে পেয়ে বিস্তারিত জানালে তিনি ফোর্সসহ মোগলাবাজার থানাধীন কুচাই আসাসিক এলাকা হতে আসামীদের গ্রেপ্তার করেন।
এসময় তাদের কাছ থেকে চড়পড় ঢ২ মোবাইল সেট, ১ টি সিএনজি অটোরিক্সা যার রেজিঃ নং- সিলেট- থ-১২-৭১৫৯ ও ১টি চাকু উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় সেহান আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।