বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Google search engine
Homeশীর্ষ সংবাদফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দু'পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

আধুনিক রিপোর্টঃ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১৪ মাসের বকেয়া বেতনের দাবিতে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নগরের চৌহাট্টাস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ সময় কয়েকজনের হাতে দেশি অস্ত্র দেখা গেছে। কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ১৪ মাস থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২১৩ জন কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন না।

এ নিয়ে তারা সম্প্রতি আন্দোলন শুরু করলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। কিন্তু তারপরেও কোনও সুরাহা হয়নি। বৃহস্পতিবার সকালে বেতন-ভাতা বঞ্চিতরা প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। বুধবার রাতে উপাচার্য বিষয়টি জেনে কর্মকর্তা-কর্মচারীদের তার দফতরে দেখা করার জন্য ডাকেন। দেখা করার প্রস্তুতি চলাকালে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী অফিসে বেলা ২টার দিকে কয়েকজন সাংবাদিক ভেতরে প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন নিরাপত্তাকর্মীদের কাছে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার কারণ জানতে চাইলে তারা ‘উপাচার্য স্যারের নির্দেশ রয়েছে’ বলে জানায়। এতে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষের সঙ্গে আন্দোলনকারীদের কথা কাটাকাটি শুরু হয়। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

তবে কোতয়ালি থানার ওসি মাঈন উদ্দিন জানান, বেতন-ভাতা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments