চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামের খালের পাশে আতাউর রহমান (৫০) নামের এক টমটম চালকের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আতাউর চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
তার পরিবারের লোকজন বলেন, বুধবার রাত ১০টার দিকে আতাউর ব্যাটারিচালিত টমটম নিয়ে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফিরেনি। পরদিন বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বালিয়ারি গ্রামের খালের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন লোকজন। লাশের পেট, পা-সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত ছিল। ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।