বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
Google search engine
Homeশিক্ষাএমসি কলেজে ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, অধ্যক্ষ অবরুদ্ধ

এমসি কলেজে ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, অধ্যক্ষ অবরুদ্ধ

আধুনিক ডেস্ক:

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে পানি ও ইতিহাস বিভাগে শিক্ষক সংকট নিরসনসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বিক্ষোব্দ শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে অধ্যক্ষকে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল চারটা থেকে অধ্যক্ষের কার্যালয় তালা দিয়ে রেখেছে শিক্ষার্থীরা। কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো.রিয়াজ।

অপরদিকে দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসে মিছিল ও আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, কলেজের ইতিহাস বিভাগে মাত্র চারজন শিক্ষক ছিলেন। গত কয়েক মাস থেকে একজন শিক্ষকও নেই এ বিভাগে। এছাড়া ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে পানির সংকট। এসব সমস্যা সমাধানে অধ্যক্ষকে লিখিত আবেদন দেওয়া হলেও তিনি কোনো উদ্যোগ নিচ্ছেন না। বৃহস্পতিবার এসব সমস্যা নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ। বৈঠকে কোনো সমাধান হয়নি। এতে বিক্ষোব্দ শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখে আন্দোলন করছেন।

এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো.রিয়াজ বলেন, শিক্ষক ও ছাত্রাবাসে পানি সংকট নিয়ে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে বসেছিল। তাদের দাবি মেনে নিতে কিছু সময় চাওয়া হয়েছে। কিন্তু তারা তাতে রাজি না।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি-আজকের মধ্যে ডিপটিউবওয়েল বসাতে হবে। কিন্তু একটি টিউবওয়েল বসাতে কমপক্ষে ২ লাখ টাকা লাগবে। একদিনের মধ্যে এটা চাইলেই সম্ভব না। একটা প্রক্রিয়া আছে, সময় লাগবে। তাছাড়া শিক্ষক সংকট সমাধান করতে হলে মন্ত্রণালয় থেকে শিক্ষকদের পদায়ন করতে হবে। এটা আমার হাতে নেই। তাই শিক্ষার্থীরা আমাকে তালাবদ্ধ করে রেখেছে। আমি এখন কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছি।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments