Home সংবাদ বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

আধুনিক ডেস্ক: নগরীর শিবগঞ্জে বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণ, ওজন ও পরিমাপ যাচাই করতে মোবাইল কোর্ট পরিচালনা করে। বুধবার নগরীর শিবগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় শিবগঞ্জের রুবী বেকারি ও আমিন সুপার শপকে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় এবং রোমান ডেইরীকে পণ্যের মোড়ক না থাকায় জরিমানা আদায় করা হয়।

সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূরের নেতৃত্বে বিএসটিআই এই মোবাইল কোর্ট পরিচালনা করে।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিভাগীয় অফিস সিলেটের প্রকৌশলী মরিয়ম ,সহকারী পরিচালক মো. আল -আমিন উপস্থিত ছিলেন। জনস্বার্থে সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই কর্মকর্তা।

Exit mobile version